রংপুরে ভুয়া চিকিৎসকের কারাদন্ড, ক্লিনিক সিলগালা

রফিকুল ইসলাম। ভুয়া কাগজপত্রে চিকিৎসক সেজে এতদিন ধরে রোগীদের চিকিৎসা দিতেন রংপুর নগরীর ‘সেবা হাসপাতালে’। তবে তার শেষ রক্ষা হলো না। র‌্যাবের অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় রফিকুলের এক লাখ টাকা জরিমানাসহ তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ক্লিনিকটিও সিলগালা করে দেয়া হয়েছে। রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহানের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই বিকালে নগরীরর মেডিকেল মোড়ের ওই ক্লিনিকে র‌্যাব-১৩ এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্র জানায়, নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ক্লিনিকে খুলেছিলেন। সেইসাথে রোগীদেও চিকিৎসাও দিতেন নিজে। এর বাইরে সেখানে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায়সহ দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালানো হয়।

রংপুর র‌্যাবের কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান জানান, সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। আবার তার হাসপাতালেওর বৈধ কোনো কাগজপত্র ছিল না।

এবি/রাতদিন