রংপুরে ভূয়া প্রশ্নপত্র বিক্রেতা হাতীবান্ধার হাসিবুল র‌্যাবের জালে আটকা

রংপুর র‌্যাব-১৩ এর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে একজনকে গ্রেফতার করেছে। ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার, ২৮ জানুয়ারি বিকালে উপজেলার বড়খাতা চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

বুধবার, ২৯ জানুয়ারি দুপুরে রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম (২৬) লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকির পাড়ার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক হাসিবুল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২০ এর ভূয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রæপ, পেজের সক্রিয় সদস্যদের এডমিন হিসেবে সে দায়িত্ব পালন করত। সে বিভিন্ন লোকজনকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে প্রতারণার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁস এবং রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করত। সে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রæপের মাধ্যমে যোগাযোগ করত এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করত।

র‌্যাব-১৩ এর কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কর্মকান্ডের কথা স্বীকার করে। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেএম/রাতদিন