রংপুরে মঙ্গা ফিরে না আসে, সেদিকে নজর দিতে হবে: প্রধানমন্ত্রী

করোনা সংকটের মধ্যে রংপুরে যেন আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, যেহেতু এটা মঙ্গা পীড়িত এলাকা ছিল। এখানে যারা একটু স্বচ্ছল পরিবার আছে বা আমাদের জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী সবাইকে অনুরোধ করব, এ এলাকায় যেন আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন।

সোমবার,৪ মে গণভবন থেকে রংপুর বিভাগের কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে কয়েক দফায় দেশের ৫৮টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, রংপুর অঞ্চলে যদি দুস্থ লোক থাকে, তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। আর যারা সীমিত বা নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত অনেকেরই হয়তো কিছু অসুবিধা থাকতে পারে, যারা হাত পাততে পারে না, তাদের সহযোগিতার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি। এ অঞ্চলে দেখবেন আবার যেন মঙ্গা না আসে, সেজন্য যা দরকার, ইন শা আল্লাহ আমরা ব্যবস্থা নেব।

আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের একটাই লক্ষ্য, জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশটাকে আমরা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ হিসেবে গড়ব। এরই মধ্যে দারিদ্র্য মুক্ত করেছিলাম। সুস্থ পরিবেশ থাকলে এ বছরের মধ্যে অর্থাৎ ২০২১ সালের মধ্যে আরো দারিদ্র্য মুক্ত করতে পারতাম। বিশ্ব করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে। তবে সবাই মিলে যদি কাজ করি, আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব। সবাই মনে জোর রেখে কাজ করবেন। সমস্যা আসবে, সমস্যা মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করি, আমরা মনুষ্যসৃষ্ট অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের দুর্যোগ মোকাবিলা করেছি। কাজেই এ করোনা দুর্যোগও কাটিয়ে উঠতে সক্ষম হব।

এনএ/রাতদিন