রংপুরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন, গণহত্যার নৃশংসতা দেখতে মানুষের ভীড়

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এ প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার, ১৪ ডিসেম্বর দুপুরে টাউন হল চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

দুপুরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

বাঙালি জাতির ইতিহাসে মর্মস্পর্শী বেদনার স্মৃতিকে ধারণ করা প্রায় দুই শতাধিক আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু দুর্লভ ছবিসহ বাঙালির মুক্তি সংগ্রাম ও পাকিস্তানি হানাদারদের নৃশংস গণহত্যার ছবি রয়েছে।

উদ্বোধনের পর থেকে প্রদর্শনীস্থলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটতে থাকে। প্রদর্শনীর শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

জেএম/রাতদিন