রংপুরে কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের পুত্র এবং রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ এটি উদ্বোধন করেন।
আজ রোববার, ১৫ মার্চ দুপুরে রংপুর কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব কর্নার এর উদ্বোধন করেন তিনি।
রংপুরে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরতে স্কুল কর্তৃপক্ষ মুজিব কর্নার নির্মাণ করেন।
মুজিব কর্নারে স্বাধীনতা যুদ্ধের পটভূমি, প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের ঐতিহাসিক কীর্তিসমূহের আলোকচিত্র স্থান পেয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কৈলাশ রঞ্জন স্কুলের সভাপতি ও দৈনিক তিস্তা সংবাদের নির্বাহী সম্পাদক মোজাফফর হোসেন।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ এরশাদ পত্নী মাহিমা এরশাদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম শাফি, তিস্তা সংবাদ এর সম্পাদক মমিনুর ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা বান।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মিডিয়া কর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেএম/রাতদিন