সঠিক রোগ নির্নয়ের অঙ্গীকারে রংপুরে ইজি কেয়ার ডায়াগনষ্টিকসের যাত্রা শুরু

অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সঠিক রোগ নির্ণয়ের সুবিধা নিয়ে রংপুর ইজি কেয়ার ডায়াগনষ্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়।

বুধবার, ২৬ জানুযারি রাতে আরকে রোডস্থ মেডিকেল মোড়ে এই কনসালটেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থবিধি মেনে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি পরিবেশ ও মৃত্তিকা বিজ্ঞানি ড.এস.এম. আবু তাওয়াব খন্দকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর সাবেক ডিজি ডাঃ শাহানা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোক্তাকিমুর রহমান।

এসময় ডাঃ মৌসুমী রানী বসাক, ডাঃ আব্দুল বাসেত, ডাঃ রেজাউল আলম, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মাহফুজ ইলাহী, এবং ইজি কেয়ার ডায়াগনষ্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক খানসহ সকল নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।