রংপুরে মেট্রোপলিটন পুলিশের সাথে হকার্স সমিতির মতবিনিময়

আসন্ন রমজান উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা হকার্স ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছেন।

রোববার, ২৮ এপ্রিল দুপুরে রাজা রামমোহন মার্কেটের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহিন মিয়া।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, রংপুর মেট্রোপলিটন পুলিশের শহর ও যান পরিদর্শক দেলোয়ার হোসেন, হকার্স সমিতির সভাপতি হুমায়ন কবির মিঠু ও সাধারণ সম্পাদক আনিছ মিয়া।

এইচএ/রাতদিন