রংপুরে মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফ হচ্ছে, যৌথ সভায় সিদ্ধান্ত

করোনাকালে রংপুরের মেসে বসবাসকারী শিক্ষার্থীদের ৪০ শতাংশ ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশরতপুর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বৃহস্পতিবার, ১৮ জুন জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে রংপুরের সকল মেস মালিক সমিতির প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসন ও ছাত্রনেতাদের সাথে বসে আমরা মেস ভাড়ার ৪০% ছাড়ের সিদ্ধান্তে উপনীত হয়েছি। এছাড়া অন্যান্য সব (বিদ্যৎ বিল, খালা বিল, নেট বিল) আগের মতই প্রতিটি বর্ডার বহন করবে। এটি এপ্রিল থেকে যতদিন পর্যন্ত করোনার এই অবস্থা থাকে ততদিন পর্যন্ত চলবে।

এবিষয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন জানান, আমরা গত ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবী সম্বলিত ওই সংবাদ সম্মেলনের আংশিক বাস্তবায়ন হয়েছে। আমরা আশা করবো সামনের প্রজ্ঞাপন জারিতে যেনো ৮০% ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

গৃহীত এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

জেএম/রাতদিন