রংপুর নগরীর জুম্মাপাড়ায় জলাবদ্ধ রাস্তার পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ছোট ছেলেকে কোলে নিয়ে বড় সন্তানকে মাদ্রাসায় পৌছাতে যাচ্ছিলেন ওই গৃহবধু।
বৃহস্পতিবার, ১ অক্টোবর দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, শালবন মিস্ত্রিপাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (৪৮) এবং তার ছেলে রিপন (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি সপ্তাহের গোড়ার দিকে অতি ভারী বৃষ্টিতে রংপুরের ইতিহাসের সবচেয়ে বড় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিছু জায়গায় পানি কমলেও নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার প্রায় চার কিলোমিটারের রাস্তাটি এখনো হাঁটু পানিতে নিমজ্জিত। এর মাঝে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে নিচু এলাকা হওয়ায় অথৈ পানিতে ডুবে আছে পুরো এলাকা।
বিকল্প রাস্তা দিয়ে অনেকদূর ঘুরে যেতে হয় জন্য এলাকাবাসী মাত্র চার ফিট প্রশস্ত একটি সরু রাস্তা দিয়েই চলাচল করছে। বৃহস্পতিবার দুপুরে মা রোকেয়া বেগম ছোট ছেলে রিপনকে সাথে নিয়ে হাঁটু পানি মাড়িয়ে বড় ছেলে রোহান মিয়াকে তার মাদরাসায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।
এসময় বড় ছেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। ছোট ছেলেকে হাঁটু পানিতে রেখে তাকে বাঁচাতে মা রোকেয়া পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। এরই মধ্যে ছোট ছেলে অপর পাশে অথৈ পানিতে পড়ে যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে তারা দুজনে আর পানি থেকে উঠে আসতে পারেনি।
পরে এলাকাবাসী অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসার জন্য বড় ছেলেকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এসআই) স্বপন রায়। তিনি মা ও ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।