রংপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
শনিবার, ৯ মে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রংপুর মেডিকেল কলেজে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, রংপুর নগরীর সেনপাড়ার এক নারী (৫২), এক যুবতী (২৪), এক বৃদ্ধ (৯০), এক যুবক (২৪), অপর যুবক (২০), এক পুরুষ (৫১), নগরীর জুম্মাপাড়া এলাকার এক পুরুষ (৫৬), ইসলামবাগ এলাকার এক বৃদ্ধা (৮০)।
এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৯ জনে।
এছাড়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমির আহমেদ বলেন ৮ জেলায় শনিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও ৫৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন রংপুর বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিলো ৩০০ জন।
জেএম/রাতদিন