প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে রংপুরের সাংবাদিকদের শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং নিয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার ১০ এপ্রিল সকালে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক এনামুল হাবীব।
প্রথম দিনে পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে শিশু নারী বিষয়ে ডেপথ রিপোর্টিং, শিশু ও নারীর বর্তমান অবস্থা এবং উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন।
রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আগামীকাল প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে।