রংপুরে শুরু হলো ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

রংপুর নগরীতে শুরু হলো মাসব্যাপি হস্ত-ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। বুধবার, ১০ এপ্রিল দুপুরে রংপুর রাইফেল ক্লাব মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আমাদের দ্বারপ্রান্তে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতির শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে স্মার্ট আই’র আয়োজনে এধরণের মেলা প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম,  মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ উদ্যোক্তা তানবীর হোসেন আশরাফী। এসময় সেখানে ছিলেন  সাংবাদিক পুলক ঘটক ও মেলা অনুষ্ঠান সমন্বয়ক সুব্রত ঘটক।

মেলায় শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার প্রত্যয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তি সংগ্রাম, ভাষা আন্দোলন-স্বাধীকার থেকে স্বাধীনতা শীর্ষক শিক্ষণীয় অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী এবং হস্ত-ক্ষুদ্র ও কুটির শিল্পের একাধিক স্টল রয়েছে।

এইচএ/রাতদিন