রংপুরে সাধারণের জন্য পুলিশের করোনা পরীক্ষা কেন্দ্র

রংপুরে বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। নগরীর মেডিকেল মোড়ের যাত্রীছাউনিতে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এ সুবিধা চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ(আরপিএমপি)।

আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর দুপুরে বিনামূল্যের করোনা পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করেন আরপিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, মানুষ যাতে সহজে করোনা পরীক্ষা করাতে পারে, সেজন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলো। সম্পূর্ণ বিনামূল্যে রংপুর নগরীর মানুষজন এই সুবিধা গ্রহণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জ্বল চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ফরহাদ ইমরুল কায়েস ও ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন।

এবি/রাতদিন