ইমরানকে উৎখাতে পাকিস্তানে বিরোধীদের ঐক্যজোট, অক্টোবরেই আন্দোলন শুরু

পাকিস্তানে সরকারকে উৎখাতের লক্ষ্যে ঐক্যজোট গড়ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ নিশ্চিত করতে আগামী অক্টোবর থেকে প্রথম ধাপের আন্দোলন শুরু করতে যাচ্ছে এই জোট।

ঐক্যজোটে থাকছে পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), জমিয়তে উলামা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এবং আরও বেশ কয়েকটি দল।

রোববার, ২০ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ এক বৈঠকের মাধ্যমে জোটের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

‘অল পার্টিজ কনফারেন্স (এপিসি)’ নামের নতুন এই ঔক্যজোটের পক্ষ থেকে ২৬ দফা প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে।

প্রথমপর্যায়ে আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমিকভাব পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে দলগুলো। ডিসেম্বরে হবে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন।

দাবি আদায়ে ২০২১ সালের জানুয়ারিতে গোটা দেশ থেকে ইসলামাবাদমুখী বিশাল পদযাত্রার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

রোববারের বৈঠকে লন্ডন থেকে ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন পাকিস্তান মুসলিম লীগের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৈঠকে ছিলেন তার মেয়ে মরিয়ম নওয়াজ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি, জেইউআইএফের প্রতিনিধিরাও।

বিরোধী দলগুলোর দাবি, ইমরান খান জালিয়াতি করে নির্বাচনে জিতেছেন এবং তাতে সহায়তা করেছিল সেনাবাহিনী। তাই স্বচ্ছ ও নিরপেক্ষতা বজায় রাখতে পাক নির্বাচন ব্যবস্থাকেও সংস্কার করতে হবে।

বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, এখন থেকে বিরোধী জোটের দলগুলো আইনসভায় সরকারের সঙ্গে অসহযোগিতার নীতি বজায় রাখবে।

জেএম/রাতদিন