রংপুরে পীরগঞ্জে কৃষক আব্দুস সাত্তার হত্যা মামলায় ১০ আসামীর প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। আজ বুধবার, ২৮ আগস্ট রংপুরের বিশেষ জজ আহসান তারেক এ আদেশ দেন।
হত্যাকান্ডের ১৭ বছর পর এ রায় প্রদান করা হলো। দন্ডপ্রাপ্তরা হলেন, ফুলু মিয়া , ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্মণ, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া , আবেদ আলী ও দুলা মিয়া।
রায় ঘোষণার সময় ছকমল হোসেন, এনসান আলী, সাইফুল ইসলাম ও দুলা মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকি ছয়জন পলাতক রয়েছেন।
মামলার বিবরনে জানা যায়, ২০০২ সালের ১৪ জানুয়ারী পীরগঞ্জের খালাসপীর গ্রামের মদনখালি গ্রামের কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা করে আসামীরা।
এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ওই ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ১০ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। আদালতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দীর্ঘ ১৭ বছর পর ১০ আসামীকেই দোষী সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন কারদন্ডের আদেশ দেন।
রায়ে আদালত বলেছেন, পলাতক আসামীরা গ্রেপ্তার হওয়ার পর তাদের রায় কার্যকর হবে।
এ রায়ে বাদী পক্ষ সন্তষ্টি প্রকাশ করেছেন। তবে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাতুনে জান্নাত জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপীল করবেন।
এইচএ/রাতদিন