করোনায় আক্রান্ত হয়ে পাঁচ দিনে আট জনের মৃত্যু হয়ছে রংপুরের করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে।
আজ শনিবার, ১৭ এপ্রিল সন্ধ্যায় এ তথ্য জানান ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন নবী।
যে আট জন মারা গেছেন তারা হলেন-রংপুরের এম এ গফুর, রবিউল আলম (৫৩) ও তারাগঞ্জ উপজেলার রাশিদা বেগম (৬৫), গাইবান্ধার বিমল চন্দ্র (৬১) ও আব্দুল হাই (৬৫), নীলফামারীর সোহরাব সানা (৬০) এবং কুড়িগ্রামের অমূল্য চন্দ্র (৬০) ও ডা. উপেন্দ্রনাথ রায় (৬৯)।
গত ১২ এপ্রিল মারা যান রাশিদা বেগম, বিমল চন্দ্র ও সোহরাব সানা। এর পরদিন মারা গেছেন অমূল্য চন্দ্র, ডা. উপেন্দ্র নাথ রায়। ১৫ এপ্রিল মারা যান রবিউল আলম ও আব্দুল হাই। আর গতকাল শুক্রবার মারা যান এম এ গফুর।
তারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
এইচএ/রাতদিন