আসছে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুংপুর নগরীর বিভিন্ন শপিংমল ও মার্কেট পরিদর্শন করেছে রংপুর র্যাবের একটি দল (র্যাব-১৩)। দলের নেতৃত্ব দেন র্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক।
সোমববার, ৩ জুন দুপুরে দলটি সুপার মার্কেট, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স, রজনীগন্ধা মার্কেটসহ বেশকিছু মার্কেট পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কেনাকাটা করতে আসা লোকজন এবং বিক্রেতাদের সাথে তিনি কথা বলেন।
এসময় র্যাবের সাথে ছিলেন জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবেদ আলী, ব্যবসায়ী ফারুক আহমেদ বেপারী, ফাতেমা আক্তার, অপূর্ব সরকার ও দিলশাদ আলম।
এনএইচ/রাতদিন