রংপুর মহানগরে পথচারী চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাতে অবৈধ ভাবে অবস্থানকারী ব্যবসায়ীদেরকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর-এর প্রথম দিনের অভিযানে কাচারী বাজার হতে জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করা হয়।
গত সোমবার, ১৭ আগষ্ট রাতে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার মিনহাজুল আলমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
এদিন নগরীর কাচারী বাজার, সিটি বাজার, কৈলাশ রঞ্জন মোড়েরে রাস্তার দুই ধারে ও ফুটপাত অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উজ্জল কুমার রায়, উত্তর ট্রাফিক ইনচার্জ দেলোয়ার হোসেন।
মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার মিনহাজুল আলম জানান, জনগনের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।