রংপুর পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে ৫ দিনব্যাপি পথনাট্য উৎসব, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার, ১৯ জানুয়ারি রাতে এই সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন রংপুর পদাতিকের প্রধান সম্পাদক জি.এম নজু, সাধারণ সম্পাদক এস.বি সুমন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সুমন, সদস্য শাহী আম জালী, রতন, রাশেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলার চোখ স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফীকে রংপুর পদাতিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলার চোখ স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের দুলাল মিয়া, ওমর ফারুক, সুজন, সিরাজুল ইসলাম ইরান, আল আমিন বাপ্পি, ষৌমিক, মেরাজ হোসেন, আরিফ, রুহুল ও মমিন।
জেএম/রাতদিন