দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে থাকা ডেমু ট্রেন দেশিয় প্রযুক্তিতে সংস্কার করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত লোকোমোটিভ ওয়ার্কশপ থেকে সংস্কার করা এই ট্রেন চালানোর রুট ও সময়সূচির প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
আগামী রোববার, ৯ অক্টোবর থেকে ট্রেনটি চলাচল শুরু করবে বলে জানা গেছে।
জানা যায়, ডেমু ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে বিকেল ৫ টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে যাবে এবং
বিকেল ৬ টা ১০ মিনিটে রংপুরে পৌঁছাবে। একই রুটে বিকেল ৬ টা ২০ মিনিটে বংপুর থেকে ছেড়ে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে।
পরবর্তীতে কর্মদক্ষতা সন্তোষজনক হলে দিনাজপুর-পার্বতীপুর রুটে ডেমু ট্রেন চালানো হবে। পার্বতীপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছাড়ার সময় দুপুর ৩ টা ২০ মিনিট এবং পৌঁছানোর সময় বিকেল ৪ টা ৫ মিনিটে। একই রুটে দিনাজপুর থেকে ছাড়ার সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে এবং পার্বতীপুর পৌঁছানোর সময় বিকেল ৫ টা ০০ মিনিট।
পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ডেমু ট্রেন উদ্বোধন করা হবে। ওই দিন বেলা ১১ টায় রেল মন্ত্রী পার্বতীপুর রেল স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।