রংপুর বিভাগের ১০ কলেজ পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরস্কার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭১৮টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের মধ্যে শিক্ষার মানোন্নয়নের দৃষ্টিতে বিভিন্ন  র‌্যাংকিং-এ সেরা অঞ্চলভিত্তিক ৬৮টি কলেজের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্থান করে নিয়েছে রংপুর বিভাগের ১০টি কলেজ।

সোমবার, ২৫ ফেব্রুয়ারি গাজীপুর ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ ঘোষণা দেন।

এদিকে জাতীয় ভিত্তিক ক্যাটাগরিতে সেরা পাঁচে উঠে এসেছে রংপুরের কারমাইকেল কলেজের নাম। কলেজটির স্কর ৬৫ দশমিক ৭৯।

আর অঞ্চলভিত্তিক ক্যাটাগরিতে রংপুর অঞ্চলের সেরা কলেজগুলো হচ্ছে কারমাইকেল কলেজ (৬৫.৭৯), দিনাজপুর সরকারি কলেজ (৬০.২৮), রংপুর সরকারি কলেজ (৫৮.৫২), উত্তরবাংলা কলেজ, কালীগঞ্জ (লালমনিরহাট) (৫৭.০২), হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট (৫৫.৬০), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর (৫৪.৯৩), কুড়িগ্রাম সরকারি কলেজ (৫১.৪৪), লালমনিরহাট সরকারি কলেজ (৫০.৫৬), গাইবান্ধা সরকারি কলেজ, (৫০.২৭) এবং কেবিএম কলেজ, দিনাজপুর (৪৯.১৬)।

আগামী ২ মার্চ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা কলেজগুলোকে সম্মাননা ও পুরস্কৃত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি) উপস্থিত থাকার কথা রয়েছে।

এইচএ/রাতদিন