সারাদেশের মতো রংপুর বিভাগেও প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। রোববার, ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় বিভাগের সকল কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা।
চলতি বছর রংপুর বিভাগে ৩ লাখ ৬৩ হাজার ২২৩ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৫৩১ জন। ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২৭ জন।
প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মোট পিএসসি পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৯৮৮ ছাত্র এবং ১ লাখ ৮৫ হাজার ২৩৫ জন ছাত্রী। বিভাগের আট জেলার ৫৮ উপজেলার ৭১১টি কেন্দ্রের মাধ্যমে পিএসসি পরীক্ষা গ্রহণ করা হবে।
রংপুরের আট উপজেলার ১১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৩ হাজার ২৬০ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী ৭ হাজার ২০৩ জন।
লালমনিরহাটের পাঁচ উপজেলায় ৫৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ হাজার ৩৯ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী ৩ হাজার ৫০২ জন।
নীলফামারী জেলার ছয় উপজেলায় ৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৫ হাজার ৬৯৬ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী হচ্ছে ৬ হাজার ৫৮৮ জন।
কুড়িগ্রামের নয় উপজেলার ৯৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী ৮ হাজার ৪৬৭ জন।
গাইবান্ধার সাত উপজেলার ৯৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী ৮ হাজার ৭০৯ জন।
পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলায় ৪৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ হাজার ৫০৮ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী হচ্ছে ১ হাজার ৯৪৬ জন।
ঠাকুরগাঁও জেলায় পাঁচ উপজেলায় ৬১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩১ হাজার ৬৮১ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী হচ্ছে ৩ হাজার ২৪৬ জন।
দিনাজপুরের ১৩ উপজেলায় ১৪২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৩ হাজার ৬৪৬ জন। এর মধ্যে ইবতেদায়ি পরীক্ষার্থী হচ্ছে ৫ হাজার ৮৭০ জন।
প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. খন্দকার ইকবাল বলেন, প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত বলে আশা প্রকাশ করেন তিনি।
জেএম/রাতদিন