রংপুর বিভাগে আবারো ভারী বর্ষণের সম্ভাবনা, বৃষ্টি বাড়বে শনিবার থেকে

আগামী দু’একদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২৬ জুলাই থেকে রংপুর অঞ্চলসহ বিভ্ন্নি স্থানে বর্ষণের এ সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহওয়াবিদ রুহুল কুদ্দুছকে উদ্ধৃত করে বাসসের খবরে জানানো হয়, ‘আগামী দু’একদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও ২০ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ২৬ জুলাই থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।’

খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

আজ বুধবার, ১৭ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এইচএ/রাতদিন