রংপুর বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগের আট জেলায় ৩৭৬ জনের নমুনার পরীক্ষার পর নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন একজন।
এ নিয়ে বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৩৭ জনের পরীক্ষা করে মোট ১৭ হাজার ৯৫ জন আক্রান্ত পাওয়া গেছে। এ ছাড়া ৩২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রংপুরে ১৬ জন, পঞ্চগড়ে ১ জন, নীলফামারীতে ১ জন, লালমনিরহাটে ৩ জন, কুড়িগ্রামে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, দিনাজপুরে ১৭ জন ও গাইবান্ধা জেলায় ৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও কুড়িগ্রামের একজন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুর জেলায় ৫ হাজার ১২৬ জন আক্রান্ত ও ১১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুরে ৪ হাজার ৩৭৩ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬০০ জন আক্রান্ত ও ৩৪ জন মারা গেছেন।
গাইবান্ধা জেলায় ১ হাজার ৬০৯ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু হয়েছে। নীলফামারী জেলায় ১ হাজার ৪৬৪ জন অক্রান্ত ও মারা গেছেন ৩৩ জন।
কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ১৫ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৮২০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
এবি/রাতদিন