রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে শনিবার, দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতে

রংপুর বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গোটা বিভাগজুড়ে না হলেও দিনাজপুর ও ঠাকুরগাঁ জেলায় এ সম্ভাবনা প্রবল।

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, শনিবার বিকেলের পর ঠাকুরগাঁও ও সন্ধ্যার দিকে দিনাজপুর জেলার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে।

সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয় শ্রীমঙ্গল, পঞ্চগড়, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে- ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে-৩১.০ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে।

জেএম/রাতদিন

মতামত দিন