মঙ্গলবার, ৯ এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগসহ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপবির্তিত থাকতে পারে । এ ছাড়া পরবর্তী ৭২ ঘন্টা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আগামী সপ্তাহে সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদের উদ্বৃতি দিয়ে বাসস পরিবেশিত খবরে এসব তথ্য জানানো হয়।
এসকে/ রাতদিন নিউজ