রংপুর মহানগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা শান্তি প্রগতি মুলমন্ত্রকে সামনে রেখে নতুন কমিটি যাত্রা শুরু করছে।
রোববার, ১ নভেম্বর ঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নবনির্বাচিত এই কমিটি যাত্রা শুরু করলো।
এতে গোলাম রব্বানীকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেয়া হয়েছে। রংপুর মহানগরের আওতাভুক্ত ৯নং ওয়ার্ড শাখার এই কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখা।
নুতন কমিটির দ্বায়িত্ব পাওয়ার পরপরই মহানগর ছাত্রলীগ রসিকের ৯ নং ওয়ার্ড শাখার নব নির্বাচিত সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক মিজানের নেতৃত্ব শাখার ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর আর্দশকে ধারন করে দেশ ও দলের জন্য কাজ করে যাবেন বলে নতুন এই দায়িত্বপ্রাপ্তরা জানান।
জেএম/রাতদিন