রংপুর সদর ও মিঠাপুকুরে ভাইস চেয়ারম্যান হলেন যারা

রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মাসুদার রহমান মিলন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৩৮০ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ওবাদুল ইসলাম। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৭১৭ ভোট।

একই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাজলী বেগম। তিনি পেয়েছেন ৪২ হাজার ৫১০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আর্জিনা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১১ ভোট।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

অপরদিকে মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবু নিরঞ্জন মোহন্ত তালা প্রতীকে ১ লাখ ৩ হাজার ৮৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী টিউবওয়েল প্রতীকের স¤্রাট মামুন পাশা পেয়েছেন ৪৯ হাজার ১৪৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৮৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শামীমা আখতার জেসমিন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মাওদুদা আকতার দিনা পেয়েছেন ৭১ হাজার ২৫১ ভোট।

এইচএ/রাতদিন