রংপুর স্টেশন সড়কের কাজ জানুয়ারিতেই শুরু : মেয়র

রংপুর মহানগরীর ২৮ নম্বরওয়ার্ডের উত্তর আশরতপুর থেকে ঢাকাইয়াপাড়ায় ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সাথে ঢাকাইয়াপাড়া থেকে সাজাপুর পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজও শুরু হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলী, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রহমতউল্লাহ বাবলা, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, মহিলা প্যানেল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর ফরিদা কালাম এবং মেয়রের একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড।

এসময় মেয়র বলেন, ‘নগরবাসীর উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এ মাসের মধ্যেই স্টেশন রোড এলাকার সড়কের কাজ শুরু হবে। একে একে সব রাস্তাই মেরামত ও সংস্কার হবে’।

নগরবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কেউ বসে নেই। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি’।

এইচএ/২৪.০১.১৯