জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আজ বোববার, ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ প্রার্থী।
আজ রির্টানিং অফিসারের কার্যালয় থেকে সকালে বিএনপি মনোনিত প্রার্থী ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানের পক্ষে মনোনয়নপত্র কেনা হয়েছে। দুপুরে আওয়ামীলীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পক্ষে ও বিকেলে এরশাদপুত্র সাদ এরশাদের পক্ষে তাদের সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে জাতীয় পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াছির নিজেই তার মনোনয়নপত্র ক্রয় করেন।
এর আগে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারও মনোনয়নপত্র কিনেছেন। আরও যারা কিনেছেন তারা হলেন, আওয়ামীগ নেতা এম এ মজিদ, জাতীয় পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক ফকরুজ্জামান, গণফ্রন্টের কাজী মোঃ শহীদুল্লাহ্, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, এনপিপির শফিউল আলম।
আওয়ামীগ ও বিএনপি তাদের প্রার্থী চুড়ান্ত করলেও জাতীয় পার্টি এখনও তা করেননি। প্রার্থীতা নিয়ে গত কয়েকদিন ধরে রংপুরে জাতীয় পার্টির মধ্যে দেখা দিয়েছে বিরোধ।
আগামীকাল সোমবার, ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র কেনা ও দাখিলের শেষ দিন।
রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন।
এবি/রাতদিন