শেষ পর্যন্ত রংপুর-৩ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। আর এর মধ্য দিয়ে গত কয়েক দিনের গুঞ্জন-শংকা বাস্তবে রূপ নিলো।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর বিকালে রেজাউল করিম রাজু রির্টানিং কর্মকর্তার অফিসে গিয়ে নিজের মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন।
দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি সম্মান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মূলত এর মধ্য দিয়ে মহাজোটের শরীক জাতীয় পার্টিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ আসনটি ছেড়ে দিলো।
এবি/রাতদিন