আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য জনসাধারণের কাছে ন্যায্যমূল্যে সরবরাহের বিষয়ে নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে গত ১৭ এপ্রিল এ বিষয়ে একটি চিঠি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলা ও উপজেলার বাজারে পণ্য সরবরাহ ও মজুদ অটুট রাখা, নির্বিঘ্নে পণ্য পরিবহন, অবৈধ মজুদ প্রতিরোধ এবং পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয় চিঠিতে।