ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোমবার, ২৯ জুলাই পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ৩৪ জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে দুজন রংপুরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বাকিরা আক্রান্ত হন ঢাকাতে।
গত ১৯ জুলাই থেকেআজ সোমবার পর্যন্ত ১০ দিনে ওই ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
রমেক সূত্র জানায়, আক্রান্তদের মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে । এদের মধ্যে রংপুরে আক্রান্ত হয়েছেন দুজন। বাকিরা ঢাকায় আক্রান্ত হন। তাদের সবার বাড়ি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে।
জানা গেছে, আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে ঢাকায় গিয়েছিলেন।
রমেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার দেবন্দ্র নাথ সরকার বলেন, ‘এ হাসপাতলে ভর্তিদের অধিকাংশই রাজধানীতে আক্রান্ত হয়েছেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এনএইচ/ রাতদিন