লালমনিরহাটের একটি এলাকা লকডাউন

লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের একটি এলাকা লকডাউন করা হয়েছে বলে আজ শনিবার, ১১ এপ্রিল রাতে জানিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর। ওই গ্রামের এক বাসীন্দার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর এ সীদ্ধান্ত নেওয়া হয়েছে। লালমনিরহাট জেলায় এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হলেন।

লালমনিরহাটের সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি কয়েকদিন আগে বাড়িতে আসেন। তার জ¦র, শর্দি ও কাশি থাকায় গতকাল শুক্রবার তার নমুনা সংগ্রহ করে রংপুরের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজ জানানো হয় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত।

ওই ব্যক্তিকে সন্ধ্যায় বাড়ি থেকে এনে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে ওই ব্যক্তির বাড়ি গোকুন্ডা ইউনিয়নের মোকন্দ দীঘির পাড়(গুড়িয়াদহ) এলাকা লকডাউন ঘোষণা করেছে। সেখানে অন্তত ৬০টি পরিবার বাস করে।

এবি/রাতদিন