লালমনিরহাটের কালীগঞ্জে উপ-নির্বাচন, ভোট হবে ইভিএমে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে আগামী রোববার, ২৫ জুলাই। ইউনিয়নের ৪ নং উত্তর বত্রিশহাজারী ওয়ার্ডে সকাল ৯-০০টা হতে বিকাল ৫-০০টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা রিটার্নিং অফিসার ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৭ জুলাই জারীকৃত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১ ও ২২ জুলাই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ উপলক্ষে সরেজমিনে প্রদর্শন (ভোটার এডুকেশন) ও ২৩ জুলাই ‘মক’ ভোটিং অনুষ্ঠিত হবে। ও্ই দুই দিন সকাল ৯-০০টা হতে বিকাল ৫-০০টা পর্যন্ত স্থানীয় চাপারহাট উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হবে।

চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী ওয়ার্ড পর্যায়ে এ উপ-নির্বাচনে দুটি কেন্দ্রে দুইজন প্রিজাইডিং অফিসার সহ ৩৫জন কর্মকর্তা, কর্মচারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে রিটার্নিং অফিসার ফারুক আহমেদ জানান।

প্রসঙ্গত, কালীগঞ্জ উপজেলার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর উত্তর বত্রিশহাজারী ওয়ার্ডের সদস্য রেজাউল করিমের অকাল মৃত্যুতে এ ওয়ার্ডে ২৫ জুলাই উপ-নির্বাচন হতে যাচ্ছে।

এতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

জেএম/রাতদিন