সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের সহস্রাধিক আহলে হাদিস অনুসারি আজ মঙ্গলবার, ৪ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। তবে অন্য এলাকাগুলোতে বুধবার ঈদ উদযাপিত হয়।
মঙ্গলবার, ৪ জুন জেলার কালীগঞ্জের উত্তর বালাপাড়া আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন প্রতিবন্ধি বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে দেড়শতাধিক নারী পূরুষ জামাতের সাথে ঈদের নামাজ আদায় করেন। ইমাম ছিলেন নওদাবাস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মৌ. আব্দুল মোতালেব।
পাশের গ্রাম উত্তর বালাপাড়া পানীখাওয়া ঘাট জামে মসজিদ প্রঙ্গণে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে শতাদিক মুসল্লী ঈদেও নামাজ আদায় করেন। ইমামতি করেন কারী মো.আতিকুল ইসলাম ।
সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি বগুড়াপাড়া ঈদগাহ মাঠে। এখানে দুই শতাধিক আহলে হাসিদ অনুসারি মুসল্লী নামাজ আদায় করেন।
এ ছাড়া, কাজীরহাট বানীনগর ও লক্ষিটারী গ্রামে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক আহলে হাদিস অনুসারি মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, একদিন আগে অনুষ্ঠিত সব ক’টি ঈদের মাঠের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন ছিল। শান্তিপূর্ণ ভাবে তারা একদিন আগে ঈদের নামাজ আদায় করেছেন।
লালমনিরহাট ছাড়াও চট্টগ্রাম, ঝিনাইদহ, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, শেরপুর ও পটুয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার,৪ জুন ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এদিকে, সারাদেশের ন্যায় জেলার অন্যান্য জায়গার ধর্মপ্রাণ মুসলমানরা ২৮তম রোজা পালন করেছেন। সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার, ৫ জুন সারাদেশের ন্যায় লালমনিরহাটে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।
জেএম/নাতদিন