লালমনিরহাটের বিএনপি নেতা হালিম আর নেই

লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এম এ হালিম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন। তবে তিনি করোনায় মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি তার পরিবার।

জানাগেছে, দীর্ঘদিন ধরেই লালমনিরহাটের শহরের বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। পরে সাপ্তাখানেক আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে এনাম মেডিকেল ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে সন্ধ্যায় ঢাকা থেকে নিজ এলাকা কালীগঞ্জের কাকিনার কবি বাড়িতে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে জানাজার সময় এখনো ঠিক করা হয়নি।

এর আগে তিনি জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।  পৌরসভার মেয়র পদে নির্বাচন করছিলেন। নৌকা প্রতীকে রিয়াজুল ইসলাম রিন্টু ১৪ হাজার ৫৬০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুল হালিম পেয়েছিলেন ১০ হাজার ২২২ ভোট। যার কারণে ওই সময় মেয়র পদে তিনি পরাজিত হন।

এন এ / রাতদিন