লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িহাটে বিভিন্ন পণ্যের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বুধবার, ৩০ জানুয়ারি গভীর রাতে বড়বাড়িহাটে ‘ইত্যাদি ইলেকট্রনিক্স’ নামের একটি মোবাইল ফোনের শো-রুম থেকে আগুনের সুত্রপাত হয়।
পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে টিভি, ফ্রিজ, ও ডেকোরেটরের দোকান ছিল।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুন ঘন্টাখানেক চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে।
এবি/৩১.০১.১৯