লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে রোববার, ২৮ এপ্রিল বর্ণাঢ্য র‌্যালী, আইন সহায়তা মেলা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথি হিসেবে আদালত প্রাঙ্গণে আইনগত সহায়তা মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জিএম কাদের।

বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ  কে এম মোস্তাকিনুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

এতে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন,‘ আইনগত সহায়তা দিবসের মত কর্মসূচি পালনের মাধ্যমে রাষ্ট্র জনগনকে ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে। জনগন যেন ন্যায় বিচার পায় সেজন্য লিগ্যাল এইডের মত সংগঠন  আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের বিচারক মো. আলমগীর হাসান, জেলা প্রশাসক  শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার উল আলম, মিলিটারী ফার্মের অধিনায়ক লে. কর্ণেল পিযুষ কুমার বিশ্বাস

এছাড়াও ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল মোক্তাদির, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডা. কাশেম আলী, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সূজন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, সরকারি কৌসুলি নুরুল ইসলাম আলম ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন আহম্মেদ।

এনএইচ/রাতদিন