লালমনিরহাটে দিনব্যাপি নজরুল উৎসব ও গুণীজন সম্মাননা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে উদযাপিত হলো নজরুল উৎসব। নজরুল উদযাপন পর্ষদের আয়োজনে ও কিন্ডার হিল্পস ওয়ার্কস এবং আরশী নগর বাংলাদেশ, লালমনিরহাট এর কারিগরি সহায়তায় দিনব্যাপি এই উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় নজরুল উৎসবের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

অনুষ্ঠানে নজরুল সংগীতে বিশেষ অবদান রাখায় সুলতানা ফেরদৌস বেলী ও আবু জাহান চন্দনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আবু জাফর।

কবি ও সমাজসেবক ফেরদৌসি বেগম বিউটির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম রশিদুল হক(পিপিএম সেবা), প্রফেসর  শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, লালমনিরহাট সিভিল সার্জন ডা:কাসেম আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীরপ্রতিক।

এসময় অন্যানের মধ্যে মজিবর রহমান, মাখন লাল দাস, জেমস আশিষ দাস, স্বপ্না জামান, কবি সরমিন আরা হক বীথি, বাবু মোল্লা ও সতীস চন্দ্র রবিদাস।

দিনব্যাপি এ উৎসবে সংগীত, আবৃত্তি, নৃত্যের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী ২৬০জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

পরে কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের  মাঝে সনদ বিতরন করা হয়।

জেএম/রাতদিন