সপ্তাহ ঘুরতে না ঘুরতেই লালমনিরহাটে বাড়ছে তিস্তা নদীর পানি। আজ শুক্রবার, ১০ জুলাই রাত ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে(ডালিয়া) নদীটির পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সন্ধ্যায় পানি ছিল বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপরে।
যদিও সকালে পানি প্রবাহ ছিল বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচে। অপরদিকে ধরলা নদীর পানিও বাড়তে শুরু করেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী নদ-নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যা আতংক দেখা দিয়েছে তিস্তা-ধরলা তীরবর্তি এলাকার লোকজনের মাঝে।
সন্ধ্যায় পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, তিস্তার পানি বাড়তে থাকায় জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিন্দুর্ণা, সানিয়াজান ও পাটিকাপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে নদীর পানি উপচে লোকালয়ের দিকে ঢুকতে শুরু করেছে।
এবি/রাতদিন