লালমনিরহাটে সন্ধ্যা ৭টার পর ‍ওষুধ ছাড়া কোনো দোকান খোলা নয়, বন্ধ অটোরিকশা

লালমনিরহাটের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু জাফর গণবিজ্ঞপ্তি জারি করেছেন। আজ শনিবার, ৪ এপ্রিল জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে ১০টি নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, প্রাণঘাতী কোভিড-১৯ বা  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যা ৭টার পর থেকে ওষুধ ছাড়া সব ধরনের দোকান বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঁচাবাজার (পচনশীল), সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিজাত পণ্যের দোকান সকাল ৬টা সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

অটোরিকশা, অটোভ্যান ও সিএনজিতে যাত্রী পরিবহন বন্ধ থাকবে, তবে পণ্যবাহী যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না।

মোবাইলে রিচার্জের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, দোকানের সামনে সামাজিক দূরুত্ব রক্ষায় ৩ ফুট দূরুত্বে বৃত্তের ব্যবস্থা, প্রতিঘণ্টায় ব্লিচিং পাউডারে দোকান পরিষ্কার, দোকানের কর্মচারীকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। কোনো অবস্থায় দোকানের সামনে জনসমাগম করা যাবে না। এ আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে এবং এর ব্যর্তয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।’ তিনি গণবিজ্ঞপ্তি মেনে চলতে জেলাবাসীর প্রতির অনুরোধ জানিয়েছন।

উল্লেখিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি বন্ধ থাকেবে।

এবি/রাতদিন