লালমনিরহাটে-১ আসনে প্রতীক পেলেন যারা

হাতীবান্ধা ও পাটগ্রাম প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৫জন প্রার্থীকে নির্বাচনীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর...

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ এসব প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।

এ সময় লালমনিরহাট-১ আসনের ৫ জন প্রার্থীকে যে প্রতীক বরাদ্দ করা হয়, এর মধ্যে মোতাহার হোসেন (নৌকা-আ’লীগ), হাবিব মোঃ ফারুক (মশাল- জাসদ), আজম আজাহার হোসেন (মোমবাতি- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক- স্বতন্ত্র প্রার্থী), আতাউর রহমান প্রধান (ঈগল- স্বতন্ত্র) কে প্রতীক দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে দিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছেন। আচরণ বিধি মেনে যাতে সবাই প্রচারণা চালায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। আচরনবিধি মানাতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।