লালমনিরহাটে ৩৭ ভোটে জয়ী চেয়ারম্যান, ৩১ ভোটে মেম্বার

লালমনিরহাট আদিতমারী উপজেলা সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে কালীগঞ্জের একটি ইউপি সদস্য পদের নির্বাচনেও তুমুল প্রতিযোগিতা হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার, ২৫ জুলাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

আদিতমারীতে ৩৭ ভোটে জয়ী চেয়ারম্যান :

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অনন্ত কুমার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন তিন হাজার ৩০ ভোট।

তাঁর কাছে মাত্র ৩৭ ভোটে হেরেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী এনামুর হক মাস্টার। তিনি পেয়েছেন দুই হাজার ৯৯৩ ভোট।

আদিতমারী উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম রাতদিননিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্বাচনে ওই দুই প্রার্থী ছাড়াও আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল), আসাদুজ্জামান (আনারস) ও রইচ উদ্দিন ( অটোরিক্সা) চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেন।

প্রসঙ্গত সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম পদত্যাগ করে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করায় পদটি শূন্য হয়েছিল।

কালীগঞ্জে ৩১ ভোটে জিতে মেম্বার হলেন নুর ইসলাম :

কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার।
নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকের নুর ইসলাম। তিনি পেয়েছেন এক হাজার ১০৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাখাওয়াৎ হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৪ ভোট। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এই ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম গত ৫ মে মারা গেলে পদটি শূন্য হয়।

এবি/রাতদিন