লালমনিরহাট জেলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দেলোয়ার হোসেন রংপুরীকে সভাপতি ও গোলাম ইরশাদ জামিলকে সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এদিন সংগঠনটির নাম সংশোধন করে ‘লালমনি সাহিত্য ও সংস্কৃতি সংসদ’ নামকরণ করা হয়।
শুক্রবার, ৪ অক্টোবর বিকেলে কালীগঞ্জের জছির উদ্দিন বিদ্যা নিকেতনের হলরুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত সহ শিক্ষা কর্মকর্তা আতাউর মালেক।
সভায় ফেরদৌসি বেগম বিউটিকে প্রধান উপদেষ্টা করে ৮ সদস্যের উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়। এরা হলেন, আতাউর মালেক, একেএম মঈনুল হক, আব্দুর রব সুজন, হাই হাফিজ, সুবাস রায়, লিনা রহমান, সালমা মনি ও ইয়ামিন বসুনিয়া।
কমিটিতে সহ সভাপতি হিসাবে রয়েছেন, রবিউল ইসলাম রবি, স্বপ্না জামান ও ইসমত আরা।
যুগ্ম সম্পাদক সরমিন হক বীথি ও আজমেরী পারউইন লাবনী। অর্থ সম্পাদক আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক মাজহারুল মোর্শেদ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত পাটোয়ারী, দপ্তর সম্পাদক আই টি এম অন্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিরা বেগম ডলি, একে রাসেল, সুজন রায় রুদ্র ও সাংস্কৃতিক সম্পাদক কল্যাণ চন্দ্র শীল।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, শশধর চন্দ্র রায়, মাহবুব লাভিন, জামাল হোসেন, এস এম মনিরুজ্জামান শাহীন, শহিদুল ইসলাম আদেল, সুফি মোস্তফা রিপন, জাহির হোসেন, আব্দুল্লাহ্ আল মামুন, আওলাদ হোসেন ও মাইদুল ইসলাম অন্তর।
সভায় আগামী বইমেলায় একটি সাহিত্য ম্যাগাজিন প্রাকাশনার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।