শঙ্কামুক্ত নন এরশাদ, গুজব না ছড়ানোর আহ্বান

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। আজ সোমবার, ১ জুলাই দুপুর একটার দিকে  রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘উনি (এরশাদ) শঙ্কা মুক্ত নন। ওনার বয়স এবং ওনার যে সমস্যা ও জটিলতা, সব মিলিয়ে ডাক্তাররা এখনও ওনাকে নিবিড় পর্যবেক্ষণ করছেন।’

এরশাদের ছোট ভাই বলেন, ‘ওনার (এরশাদ) আজকে সকাল পর্যন্ত যে শারীরিক অবস্থা দেখেছি, ডাক্তারদের ভাষায় সেটা হচ্ছে শারীরিক অবস্থা আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে। অর্থাৎ অপরিবর্তিত আছে।’

তিনি বলেন, চিকিৎসকদের ভাষায়, এই অপরিবর্তিত থাকা হলো শুভ লক্ষণ। যেহেতু ওনারা শঙ্কা করছিলেন যে, অবস্থার অবনতি হতে পারে। অবনতি যখন হয় নাই, স্থিতিশীল আছে। এটা শুভ লক্ষণ।

জিএম কাদের বলেন, ‘ওনার গতকাল লাঞ্চের ইনফেকশন যতটুকু দেখা গিয়েছিল, আজকে সকালে দেখা যাচ্ছে ইনফেকশনটা একটু কমের দিকে। গতকাল যে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল। অক্সিজেন আন্ডারপ্রেসার দিতে হতো। এখন ওনারা (চিকিৎসকরা) দুই ঘণ্টা আন্ডার প্রেসার অক্সিজেন দিচ্ছেন। দুই ঘণ্টা নরমাল অক্সিজেন দিচ্ছেন। ওনারা (চিকিৎসকরা) এ অবস্থা চালু থাকলে কিছুক্ষণ পর স্বাভাবিক অক্সিজেন দেয়া হবে। তারপর যখন ইম্প্রুভমেন্ট হবে তখন স্বাভাবিক শ্বাস-প্রশাস নেবেন।’

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে কাদের বলেন, গতকাল থেকে নানা ধরণের গুজব ছড়ানো হচ্ছে, দয়া করে এটা আর করবেন না। যদি এরশাদের কোনো খবর না পান তাহলে ধরে নিবেন তিনি আগের অবস্থাতেই আছেন। আর জরুরি কোনো আপডেট থাকলে আমরাই তা জানিয়ে দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা।

গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় এরশাদকে। এরপরের দিন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শারীরিক অবস্থা বিবেচনা-সাপেক্ষে বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে।

এবি/রাতদিন