আগামী শনিবার, ৯ মে থেকে ২৫ টাকা কেজিতে টিসিবি পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামী চারমাসের প্রয়োজনীয় সব পণ্য দেশে মজুদ রয়েছে বলেও এসময় তিনি জানান।
আজ ৭ মে, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণলায় শনিবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল ও ডিলারদের মাধ্যমে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে চিঠি দেওয়া হবে যাতে তৈরি পোশাকের অর্ডারগুলো বাতিল না হয় তার জন্য কাজ করতে।’
এছাড়া ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির জন্য আরো ৪টি ট্রেনরুট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এগুলো হলো হিলি, বিরল, বেনাপোল এবং দর্শনা।
বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, খুব শিগগিরই এসব রুটে পণ্য আনা নেওয়া শুরু হবে।
এসময় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব, টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।