শপথ নিয়ে যা বলেলন ঐক্যফ্রন্টের দুই প্রার্থী

একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত গণফোরাম নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর বলেছেন,‘বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়ে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতকে মূল্য দিতে হবে।’

গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান সাংবাদিকদের বলেছেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’

এ সম্পর্কিত আরও খবর...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ও মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে জয়লাভ করেন।

তবে ওই নির্বাচনের একপর্যায়ে সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনার প্রার্থিতা বাতিল করে হাইকোর্ট। ফলে শেষ পর্যন্ত গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি।

এমআরডি-২৭/০১/২০১৯