শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধায় রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালন

বিনম্র শ্রদ্ধায় রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।

রোববার, ১ মার্চ সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।

রংপুর জেলা পুলিশের আয়োজনে এসময় শ্রদ্ধা জানান, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রংপুর রেঞ্জ পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ১৩ রংপুর, পিটিসি রংপুর, জেলা পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ রংপুর বিভাগ সিআইডি ট্যুরিস্ট পুলিশ।

পরে রংপুর পুলিশ লাইন্স কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডি.আই.জি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক রেজাউল ইসলাম রেজা, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএম।

এসময় বক্তারা বলেন, দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রেও অগ্রযাত্রায় সহযাত্রী হবে।

অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন