শিশু ধর্ষণের দায়ে বদরগঞ্জের কৃষি কর্মকর্তার যাবজ্জীবন, অর্থদন্ড

অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অসুস্থ মায়ের মাথায় পানি দেবার কথা বলে বাসায় ডেকে হাত পা বেঁধে ধর্ষন করার অভিযোগে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলনকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

সেই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ধর্ষিতাকে প্রদান করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার, ১৬ এপ্রিল দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার অষ্টম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থীকে আনসার আলীর ছেলে উপ-সহাকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলন কৌশলে বাসায় ডেকে আনেন। পরে ঘরের মধ্যে আটকে রেখে তাকে ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে বদরগজ্ঞ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ চার্জসীট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ বিচারক আসামী জাকিরুল ইসলাম মিলনকে দোষি সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।

এবি/রাতদিন